২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

প্রবন্ধ : বাংলা নববর্ষ
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘প্রবন্ধ : বাংলা নববর্ষ’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৪। বাংলা নববর্ষের কোন অনুষ্ঠানটি ধর্মের ও মর্মের?
ক) মেলা ও জল ভিক্ষা
খ) হাল খাতা ও পুণ্যাহ
গ) পুণ্যাহ ও মেলা
ঘ) পয়লা বৈশাখ
২৫। বাঙালি সংস্কৃতি বললে আমাদের সামনে যেসব বিষয় ফুটে ওঠে, সেগুলো হলো-
র) যাত্রাপালা
ii) গম্ভীরা গান
iii) কচুয়ায় ষাঁড়ের লড়াই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৬। নববর্ষ কোন দেশের মানুষের জন্য আনন্দ দিন?
ক) বাংলাদেশের
খ) নেপালের
গ) পাকিস্তানের
ঘ) সকল দেশের
২৭। বাংলাদেশের গ্রীষ্ম ঋতু হয় কোন মাসে-
র) শ্রাবণ রর) বৈশাখ ররর) জ্যৈষ্ঠ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৮। ‘বৈসাবি’ উৎসব কোথায় পালন করা হয়?
ক) রাঙ্গামাটি খ) সিলেট
গ) কুমিল্লা ঘ) নোয়াখালী
২৯। বাংলা নববর্ষ কাদের প্রধান জাতীয় উৎসব?
ক) বাঙালিদের খ) ভারতীয়দের
গ) মিয়ানমারের ঘ) মুঘলদের
উত্তর : ২৪. গ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. খ, ২৮. ক, ২৯. ক।


আরো সংবাদ



premium cement